বর্ণিল আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কাটেন এরশাদ

2016-02-28 05.54.40

2016-02-28 05.54.40

উৎসাহ-উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের শীর্ষস্থানীয় এই পত্রিকা সাফল্যের ১৬ বছর
পেরিয়ে ১৭তম বছরে পদার্পণ করেছে।
দুপুর ১২টা ২০ মিনিটে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, দৈনিক যুগান্তরের স্বত্বাধিকারী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুগান্তরের প্রকাশক ও সংসদ সদস্য সালমা ইসলাম, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
এ সময় তারা পরস্পরের মুখে কেক তুলে দেন। উপস্থিত রাজনীতিক, সাংবাদিক, প্রশাসনিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং যুগান্তর পরিবারের সদস্যরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানান

মন্তব্যসমূহ