এইচ এম মোমিন তালুকদার :ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা
উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণী ছাত্রী অপহরনের ৯ দিন পর গত বুধবার গভীর রাতে
উদ্ধার করেছেন ত্রিশাল থানা পুলিশ।
জানাগেছে, গত ২৫ জানুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশাল পৌর শহরে
অবস্থিত এ্যাকটিব কোচিং সেন্টারে ক্লাস করতে যাওয়ার সময় অপহরনের শিকার
হয়। ত্রিশাল থানার এস আই চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
মোবাইল টেকিংয়ের মাধ্যমে গত বুধবার সোনামগঞ্জ জেলার তাহেরপুর চারাগাঁও
মাইছহাটি এলাকায় রাতভর অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে
সক্ষম হই। এই ঘটনার সাথে জড়িত হাবিকুল ইসলাম (৩০) কে আটক করেছে ত্রিশাল
থানা পুলিশ। তার বাড়ী তাহেরপুর থানার চারাগাঁও এলাকায়। এ ঘটনায় অপহৃত
ছাত্রীর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের
করেছেন।
মন্তব্যসমূহ