বন্দিদশা থেকে বনে ফিরছে মিরপুরের ৬

ঢাকা : রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি দেশি সাপ উদ্ধার করে সেগুলোকে বনে ফেরার ব্যবস্থা করা হয়েছে। 
মঙ্গলবাল বেলা ১১টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত সাপের মধ্যে আছে- দুটো দারাজ, দুটো লাউডগা, একটি গোখরা ও একটি বালুবোড়া। সন্ধ্যায় সাপগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
অভিযানের নেতৃত্বদানকারী বন্যপ্রাণী পরিদর্শক সোহেল রানা জানান, তিনি ও তার সহকর্মী নিগার সুলতানা ও আব্দুল্লাহ-আস-সাদিক বেলা ১১টায় মিরপুর-১, ২, ১০, ১২, ১৩ ও ১৪ নম্বরে অভিযান চালায়। মিরপুর-২ এলাকায় অভিযানকালীন তাদের উপস্থিতি টের পেয়ে রাস্তার পাশে সাপের খেলা দেখানো বেদেরা চারটি বাক্সসহ সাপগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে মহাখালীর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সাপগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এ বিষয়ে একটি ইউডিওআর মামলা করা হয়েছে। 
তিনি বলেন, ‘বন্যপ্রাণী আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ আবদান রাখে। মূলতঃ আবাসস্থল ধ্বংসের কারণে সাপের অস্তিত্ব এখন হুমকির মুখে। সাপ ধরা, খেলা দেখানো, নিজের অধিনে রাখা, হত্যা, আমদানি, রপ্তানি ও ক্রয়-বিক্রয় করা বন্যপ্রাণী আইনে দণ্ডনীয় অপরাধ।’

মন্তব্যসমূহ