আনিসুর রহমান ফারুক, জেলা প্রতিনিধি : অবশেষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগে পদ পেলেন ময়মনসিংহ পৌরসভার তরুণ মেয়র মো: ইকরামুল হক টিটু। তাকে জেলা আওয়ামীলীগের ১৭ টি শূন্য পদের একটিতে কো-অপ্ট সদস্য করা হয়েছে। একই সঙ্গে বাদ বাকী ১৬ টি পদেও দলের পরীতি নেতাদের রাখা হয়েছে।
রোববার বিকেলে নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনায় জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
আগামী ৬ ফেব্র“য়ারি ময়মনসিংহ শহর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও এ সভায় জানানো হয়। রোববার বিকেলে স্থানীয় ইতিকথা কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের এক সভা শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার স্থানীয় সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা অবহিত করেন।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মতিন সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামীলীগ নেতা ইউসুফ খান পাঠান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু, জেলা আ’লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের কো-অপ্ট সদস্য মো: ইকরামুল হক টিটু।
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার জানান, সভায় অধ্য আমির আহমেদ চৌধুরী রতনকে সহ-সভাপতি করে জেলা আওয়ামীলীগের শুন্য ১৭ টি পদে দলের পরীতি ১৭ নেতা-কর্মীর নাম ঘোষণা করা হয়।
এ সভায় দলীয় নেতা-কর্মীরা শোডাউন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণি, যুবলীগ নেতা মো. শাহীনুর রহমান, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর হিমেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, শাহনুর আলম শান্ত, রেজাউল করিম রাসেল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এুুয়ার ইসলাম রচি ও জেলা মৎসজীবীলীগের সহ-সভাপতি রিদুয়ান মাহমুদ ময়নাসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সভায় দলীয় নেতা-কর্মীরা শোডাউন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণি, যুবলীগ নেতা মো. শাহীনুর রহমান, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর হিমেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, শাহনুর আলম শান্ত, রেজাউল করিম রাসেল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এুুয়ার ইসলাম রচি ও জেলা মৎসজীবীলীগের সহ-সভাপতি রিদুয়ান মাহমুদ ময়নাসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের এ কার্যকরী কমিটির সভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মন্তব্যসমূহ