ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উপজেলা প্রেসক্লাব’র ২য় বর্ষপূর্তি পালন

----

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নিজস্ব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি পালন করা হয়।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ঠা ভালুকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ,প্রেসক্লাব ভালুকার সভাপতি এ বি এম জিয়াউদ্দিন বাশার,কার্যকরি সভাপতি সফিউল্লাহ আনসারী,সহ-কারী সভাপতি মোঃ জিল্লুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক, খলিলুর রহমান রিয়াদ, কোষাধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম,দপ্তর সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফোরাত। অনুষ্ঠানের ২য় পর্বে উপজেলা প্রেসক্লাবের সূধি সমাজের অংশ গ্রহণে উপজেলা প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তির কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা।

মন্তব্যসমূহ