ইউনিয়ন
পরিষদের সচিবদের পদবী পরিবর্তন ও দশম গ্রেড স্কেলের কর্মকর্তা মর্যাদা
গ্রদান,বেতন,বোনাস,আনুতোষিক ভাতাসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
ময়মনসিংহে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির উদ্যোগে আজ বুধবার সকালে
ময়মনসিংহ শহরের সিকেঘোষ রোডে ইউনিয়ন পরিষদের সচিবরা পদবী পরিবর্তনসহ তিন
দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী
পালন করে।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহবায়ক
মাহাবুবুল আলম, সালমা আক্তার, সম্পা দেবনাথ,মিনারা ইয়াছমিন,অনিল চন্দ্র
দেবনাথ, ইদ্রিস আলী ও আনছার উদ্দিন প্রমূখ।
ইউনিয়ন পরিষদের সচিবদের বেতন ভাতা ৫০ ভাগ থেকে বৃদ্ধি করে ৭৫ ভাগ সরকারী
কোষাগার থেকে দেয়ার জন্য বক্তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। অবিলম্বে
ইউনিয়ন পরিষদের সচিবদের ৩ দফা দাবি ধাওয়া পূরুন না হলে ময়মনসিংহ থেকে
বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে। মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের
মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করেন।
মন্তব্যসমূহ