রক্ত মাখা শার্ট শেখ সুমাইয়া সুলতানা

রক্ত মাখা শার্ট
শেখ সুমাইয়া সুলতানা
মাগো আলমারিতে রেখে দে না
আমার শহীদ ভায়ের
রক্তে মাখা শার্ট,,
বিশ্বকে আজ জানিয়ে দিব
কাঁপিয়ে দিব সবার হার্ট//
ঘুম হতে আজ জেগে দেখি
ঐ লাল পতাকা ওড়ে,,
লাখ শহৗদের রক্ত যেন
সবুজের বুকে ঝড়ে//
মাগো আঁচল দিয়ে মুখ ঢেকে
কেন কান্না করিস?
তোর ছেলেরা কষ্ট পাবে
সেটা কি তুই জানিস?
মাতৃভাষার মান রাখিতে
জৗবন করিলো দান,,
মাগো তোর ছেলেরা বৗর পুরুষ
বিশ্বের শ্রেষ্ঠ সন্তান//
বিশ্বের বুকে এমন-ইতিহাস
দেখিনাই আগে পরে,,
জন-সমুদ্রের রক্তের বন্যা
মাতৃভাষার তরে//
মাগো কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার
তোর ছেলেদের স্মৃতি,,
কন্ঠে কন্ঠে একুশের গান
আর নাই কোন ভৗতি//
মাগো বাগানোর তরুণ গোলাপ
আমায় তুলে দে না,,
আজি যেতে হবে শহীদ মিনারে
আর তো দেরৗ সহে না //
মাগো কৃষ্ণচূড়ার পাপড়ি গুলি
কুড়িয়ে দে না মোরে,,
রক্তে রাঙা লাল হয়েছে
যেন বিষাদ করুণ সুরে//
মাগো এই অসময়ে
ডালিম ফুল গুলি
এমন-রঙ ধরিছে
যেন আমার ভাইয়ের বুক চিরে
লোহিত সাগর বহিছে//
মাগো শিমুল গাছের
শিমুল ফুল গুলি কেন
এতো লাল?
মাগো এমনি-কি দিন কাটিবে?
কাঁদবো চিরকাল?!



মন্তব্যসমূহ