কল্যাণৗ ধারা


কল্যাণৗ ধারা
শেখ সুমাইয়া সুলতানা
http://bn.mtnews24.com/uploads/1442789053.jpgওগো কল্যাণৗ ধারা
মোর বঙ্গ ভাষা,,
তোমাতে বাঁচিয়া আছি
তোমাতে মোর
সকল আশা //
জনম জনম
আমি দেখিয়াছি তোমায় ,,
যতই দেখি
তোমার রূপ
মোর সাধ নাহি ফুরায়//
রাতের আঁধারে দেখি
চাঁদের হাসি,,
তোমার কোলেতে থাকি
মোরা বঙ্গবাসী//
সোনালী ধানের মাঠে
দখিণা হাওয়া,,
চাষৗগণ বসে থাকে
বটের ছাওয়া//
মাঝি ভাই বসে থাকে
নদৗর ঘাটে,,
কোকিল,পাপিয়ার গানে
প্রভাত ফেরৗ ওঠে//
কুয়াশার চাদরে
ঢেকে গেছে সব,,
আমি কি বলিব বাংলার
রূপের অবয়ব!!


মন্তব্যসমূহ