কুমিল্লায় বাস উল্টে নিহত ৩

ফাইল ফটো

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা  : কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার আবুল কালামের ছেলে ওমর ফারুক (২৯), চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী মনুজা বেগম (৬০)। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো আটজন। তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


মন্তব্যসমূহ