পদ্মাসেতুর প্রতিটি ইট-পাথর জনগণের টাকায় কেনা’




প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সাল নাগাদ পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া সম্ভব হবে। আর এ সেতুর প্রতিটি ইট-রড-পাথর জনগণের টাকায় কেনা।
 
বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সুনামগঞ্জ-৪ আসনের পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
সেতু বাস্তবায়নে দেশের জনগণের অবদানের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু প্রকল্প দেশের মানুষের কষ্টার্জিত অর্থে বাস্তবায়ন করা হচ্ছে। কারো আর্থিক সাহায্য-সহযোগিতা এতে নেই। এর প্রতিটি রড, ইট, পাথর, সিমেন্ট আমাদের জনগণের টাকায় কেনা।
 
প্রধানমন্ত্রী বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণের কাজ হাতে নেয়। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ।
 
তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের আনীত অভিযোগের বিষয়ে দুর্নীতি দম কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে কথিত দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়। 
 

মন্তব্যসমূহ