ইসলাম ডেস্ক: গাজীপুর জেলার শ্রীপুর থানার আল জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল মাদরাসার ছাত্র হেমায়েতুল ইসলাম জুবায়ের (১১) মাত্র ৩ মাস ২৫ দিনে পুরো কোরআন শরীফ হেফজ (মুখস্থ) করার সৌভাগ্য অর্জন করেছে।
সে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে। তার মাতার নাম মোসা. হোসনা।
দিন হিসেবে জুবায়েরের কোরআন মুখস্থ করতে সময় লেগেছে ১১৫ দিন। সে হিসেবে সে গড়ে দৈনিক প্রায় ৬ পৃষ্ঠা করে মুখস্থ করেছে। তার শিক্ষকদের দেওয়া তথ্যে জানা গেছে, জুবায়ের একদিন সর্বোচ্চ ১ পারা (২০ পৃষ্ঠা) মুখস্থ করে তার ওস্তাদ হাফেজ মাওলানা মুফতি মুহাম্মাদ হিফযুর রহমানকে শুনিয়েছে। আর খুব কম করে হলেও সে ২ পৃষ্ঠা মুখস্থ করতো দৈনিক।
মন্তব্যসমূহ