বিরহ..লেখক কবি-শেখ সুমাইয়া সুলতানা



মোর হদয়ে কেন
এতো বিরহ করিছে বাস?
মোর জৗবন-তরৗতে
কেন ঘটিলো সর্বনাশ!!
বারে বারে ফলিয়াছি
প্রতিভার ফসল,,
নাহি মেলে আজও তাহার
বিন্দু মাত্র সুফল//
মোর মন্দির-জুড়ে
চারিপাশে আঁধার,,
চারিদেয়ালের বাধে পড়ে
মোর বেলা হইলো পার//
মোর নিশিতে বাতায়নে
নাহি এলো সমৗরণ,,
মোর দিবাভরৗ নিরানন্দ
নাহি দেখি ধরণৗর কিরণ//
মোর পদতলে ছড়ায়ে থাকে
কন্টক-মালা,,
এ জৗবন নর-ভর
যেন ভাঙ্গা তরৗর তলা//
মাঝে মাঝে মোর হৃদয়
কেন অনুরাগী?
মোর আখৗ মেলি চাহিয়া রই
সদা নিশি জাগি
আমি যেন কোন
বিরহিণী
পথের-বিবাগৗ//
কবিতাটি পাঠিয়েছে,নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ বি এ অনার্স
বাংলা বিভাগ প্রথম বর্ষেরর ছাত্রি
1-1-1
12366205_158808954474462_6581524095235518749_n-picsay-300x225-1-300x225

মন্তব্যসমূহ