ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের প্রমীলা ফুটবলে যে অগ্রগতি হয়েছে সেটার প্রমাণ মিলেছিল গত অক্টোবরে। এএফসি অনূর্ধ্ব-১৬ প্রমীলা ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ খেলেছিল বাংলাদেশের কিশোরীরা। শক্তিশালী জর্ডানকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে। শেষ দুই ম্যাচে শক্তিশালী ভারত ও ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে হার মানে। কিন্তু মন জয় করে সবার।
ময়মনসিংহের মেয়ে সানজিদা আক্তার ৪ গোল করে সবার নজরে এসেছিল। নজর এড়ায়নি এএফসিরও। সম্প্রতি এশিয়ার অনূর্ধ্ব-১৬ প্রমীলা ফুটবলারদের একটি তালিকা তৈরি করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। সেই তালিকায় ৪ গোল করা সানজিদা আক্তার স্থান করে নিয়েছে সেরা দশে। সে অবস্থান করছে সাত নম্বরে।
এএফসি অনূর্ধ্ব-১৬ প্রমীলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স করেছিল মাশুরা পারভীন, সানজিদা আক্তার, খাদিজারা। তাদের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সাতজনকে সুযোগ দেওয়া হয়েছিল পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে। কিন্তু তখন জেএসসি পরীক্ষা থাকায় যেতে পারেনি সানজিদা। এবার অবশ্য আরো বড় সুসংবাদ পেল সে। এশিয়ার মধ্যে সেরা দশে অবস্থান নেওয়াটা তার জন্য গৌরবেরই। গৌরব বাংলাদেশ প্রমীলা ফুটবলের জন্যও।
মন্তব্যসমূহ