হালুয়াঘাট প্রতিনিধি ,
ময়মনসিংহের হালুয়াঘাটে চলতি বছরের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র
পরীক্ষা দিয়ে আদিবাসী ছাত্রী মেরিলা নকরেক লাশ হয়ে বাড়ি ফিরেছে।
ময়মনসিংহের হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান আজ সোমবার
দুপুরে ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে
ব্যাটারী চালিত অটো রিক্সা যোগে উপজেলার পূর্ব গোবড়া কুড়া গ্রামের বাড়িতে
ফেরার পথে হালুয়াঘাট-গোবড়াকোড়া সড়কের দর্শার পাড় নামকস্থানে পৌঁছলে অটো
রিক্সার চাকায় ওড়না পেচিয়ে গলায় মারাত্নক আহত হয়।
স্থানীয় লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। মেরিলা নকরেক হালুয়াঘাট আদর্শ বালিকা
বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হক বলেন পরিবারের আবেদনের
প্রেক্ষিতে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে।
মন্তব্যসমূহ