ঈশ্বরগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র কে সংবর্ধনা

IMG_2372
ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ  পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ড। গত কাল শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা ডাকবাংলোতে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কমান্ড কান্সিলের ডেপুটি কমান্ডার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইমাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা পরিষেদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম খান সুরুজ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন।

মন্তব্যসমূহ