:
:::::::::::::::::::::::::::::::Dalan Jahan
এইযে আকাশ!
আমার হাতের মুঠোয়!
তারাগুলো দেখছোনা ,
কেমন কোনঠাসা হয়ে গেছে,
শরীরের গন্ধে নাড়া দিয়ে উঠছে মাটি
ধ্বংসের নিক্কন খেলায় মেতেছে
পাকনা গজানো বিড়াল ছানা
পায়ের তলায় লেগে থাকে হাজার মাইলের ধূলি
মানুষের পিছনে লেগে থাকে মানুষেরা ।
এইযে আকাশ!
আমার হাতের মুঠোয়!
তারাগুলো দেখছোনা ,
কেমন কোনঠাসা হয়ে গেছে,
শরীরের গন্ধে নাড়া দিয়ে উঠছে মাটি
ধ্বংসের নিক্কন খেলায় মেতেছে
পাকনা গজানো বিড়াল ছানা
পায়ের তলায় লেগে থাকে হাজার মাইলের ধূলি
মানুষের পিছনে লেগে থাকে মানুষেরা ।
বিনামূল্যে পাওয়া মানতের মোরগে
বিরানির লালসা ঘুমোয়
ফাইল্লার মেলার লালে
প্রকট গাঁজার গন্ধে উজাড়
গজারী ফুলের ঘ্রাণ
মাঠেরা-কৃষক মাঝি-মাল্লার বিশ্বাসে
স্বার্থের এহেন শৃঙ্খলে ভাঙে বিবেকের আদালত
স্বাধীনতার বুক চোষে রক্ত ঝড়ায় নিঃশেষে
বিকৃত করে সূর্যোদয়ের ইতিহাস ।
বিরানির লালসা ঘুমোয়
ফাইল্লার মেলার লালে
প্রকট গাঁজার গন্ধে উজাড়
গজারী ফুলের ঘ্রাণ
মাঠেরা-কৃষক মাঝি-মাল্লার বিশ্বাসে
স্বার্থের এহেন শৃঙ্খলে ভাঙে বিবেকের আদালত
স্বাধীনতার বুক চোষে রক্ত ঝড়ায় নিঃশেষে
বিকৃত করে সূর্যোদয়ের ইতিহাস ।
কয়েনের মতো বদল হতে থাকে মানুষ
কখনও পকেটে ,কখনও বাজারের বেগে,
নিরাশার অবরুদ্ধ আঁধার গিলে
জন্ম দুঃখী জননীর জন মুখ
নিঃশক্তি ডোমের মতো
অনিশ্চিত নিরাপদ নিঃশ্বাস ।
কখনও পকেটে ,কখনও বাজারের বেগে,
নিরাশার অবরুদ্ধ আঁধার গিলে
জন্ম দুঃখী জননীর জন মুখ
নিঃশক্তি ডোমের মতো
অনিশ্চিত নিরাপদ নিঃশ্বাস ।
দালান জাহান
মন্তব্যসমূহ