ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ১৯তম বার্ষিক সদস্য সভা সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ ) সমিতি বোর্ডের সভাপতি এস.এম. মাহফুল হাসান হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, সহকারী জেনারেল ম্যানেজার মো. তাজুল ইসলাম ভূঁঞা, হিন্দোল দাশ, আলহাজ মো. নিজাম উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান (বিপ্লব), মো. রফিকুল ইসলাম, প্রভাষক মুহাম্মদ মজিবুর রহমান প্রমুখ। সভায় সেরা বিদ্যুৎ গ্রাহক ও সবোর্চ্চ বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহকে সমিতির পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
মন্তব্যসমূহ