ভালুকায় (০২ মার্চ) বুধবার দুপুরে ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যোট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে ভ্রাম্মমান আদালত বসিয়ে অবৈধ ক্যাবল ব্যাবসা করার অপরাধে উপজেলার জামিরদিয়া এলাকার তানিয়া ক্যাবল নেটওয়ার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা যায়, জামিরদিয়া এলাকার রহমত আলী, তানিয়া ক্যাবল নেটওয়াক নামে অবৈধ ভাবে সংযোগ দিয়ে ডিশ ব্যাবসা করার অপরাধে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ২০০৬ আইনে এই জরিমানা করা হয়।
মন্তব্যসমূহ