ত্রিশালে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪


স্টাফ রিপোর্টার ইচ এম মোমিন তালুকদার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় বাস খাদে পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (০৬ মার্চ) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, দুপুরে ঢাকা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস রায়মণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চারজন।

মন্তব্যসমূহ