নগর উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনীব্যবস্থাসহ জরিমানার নির্দেশ – মেয়র টিটু

নগর উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনীব্যবস্থাসহ জরিমানার নির্দেশ – মেয়র টিটু
নগর উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনীব্যবস্থাসহ জরিমানার নির্দেশ – মেয়র টিটু
স্টাফ রিপোর্টার 
ঐতিহ্যবাহী ময়মনসিংহ পৌরসভার নাগরিক সুবিধার স্বার্থে নগরবাসীর উন্নয়ন যাত্রার কাজ অব্যাহত থাকলেও কিছু স্বার্থনেশী মহল নগরের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।
জানা যায়, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নতুন বছরের শুরুতেই নগরবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম ও খনন কাজে সকলের সহযোগীতা চেয়েছিলেন প্রতিশ্র্বতিশীল মেয়র টিটু। জলাবদ্ধতা নিরসনকল্পে নাগরিকদের সহযোগীতা চেয়েও কাজ করতে গিয়ে নগরীর বিভিন্ন এলাকায় স্বার্থনেশী মহল ও প্রভাবশালী ব্যাক্তিরা উন্নয়ন কাজকে ব্যাহত করাসহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ শ্রমিকবৃন্দ। জানা গেছে, এ বছরের গত ৩০ জানুয়ারী থেকে বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরের খাল ও ড্রেন খনন কর্মসূচী উদ্বোধন করেছিলেন পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু। জলাবদ্ধতা নিরসনের লৰ্যে এ খনন কাজ অব্যাহত রয়েছে। কিন’ খাল ও ড্রেনের উপর অবৈধ স’াপনকারীরা খনন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মচারীদের।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেহড়া খালের উপর অবৈধ স্থাপন, স্থায়ীভাবে স্লাব, ড্রেনের উপর হোটেলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে । এগুলো সরিয়ে কাজ করার সময় নগরীর ডিবি রোড, পূরবী সিনেমা হলের সামনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে বাকবিতন্ডায় জরিয়ে পড়তে হয়েছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের। এ সময় পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার জানান, খালের উপর অবৈধ স্থাপনা গড়ে ওঠায় আমরা খনন কাজ করতে পারছি না। প্রতিনিয়তই আমাদের বিতন্ডায় জড়াতে হচ্ছে। উন্নয়ন কাজকে বিঘ্নিত করছে কিছু স্বার্থনেশী মহল।
এ সব বিষয়ে পৌরসভার জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটু এ প্রতিনিধিকে বলেন নগরীর জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। উন্নয়ন যাত্রায় যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের চিহিৃত করে আইনীব্যবস’া সহ জরিমানা আদায় করা হবে ও অবৈধ স্থাপনকারীদের বির্বদ্ধে কঠোর ব্যবস’াও নেয়া হবে এবং জলাবদ্ধতা নিরসনে খনন কাজে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।
নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল ও ড্রেনের খনন কাজে পৌর কর্মচারী সংসদ সভাপতি মো: সারোয়ারুল আলম, কনজারভেন্সি ইন্সপেক্টর মহব্বত আলী, সুপারভাইজার মো: সুরুজ মিয়া, রবিউল ইসলাম রবি, সহযোগীতায় রয়েছেন।

মন্তব্যসমূহ