ম্যাচ সেরা সৌম্য সরকার

সৌম্য সরকার
ঢাকা: তামিম পারেননি। পারেননি সাব্বিরও। শেষ অবধি পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন ওপেনার সৌম্য সরকার। করেছেন ৪৮ বলে ৪৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশও পেয়েছে ৫ উইকেটের জয়। যার বদৌলতে বাংলাদেশও উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সৌম্য সরকার।
১৩০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দ্রুতই হারায় তামিম ও সাব্বিরকে। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন সৌম্য। মুশফিককে সঙ্গে করে দলকে নিয়ে যান ৮৩ রানে। অল্পের জন্য পারেননি টি২০ ক্যারিয়ারে ফিফটি করতে। তবে গড়ে দিয়ে যান দলের জয়ের ভিত্তি। 
৪৮ বলে ৪৮ রানের ইনিংসে সৌম্য হাঁকিয়েছেন পাচটি চার ও একটি ছক্কা। টি২০তে এর আগে সৌম্যের সেরা ইনিংস ছিল ৪৩ রানের। 
ম্যাচ শেষে সৌম্যের এমন ইনিংসে বেশ খুশি অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘ফাইনালে যদি সৌম্য শূন্য রান করে, তাতে আমার কোন অভিযোগ থাকবে না। সে রানে ফিরেছে, এটাই খুশির ব্যাপার। যা টি২০ বিশ্বকাপে আমাদের কাজে দেবে’। 

মন্তব্যসমূহ