মালয়েশিয়ায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাংলাদেশি ছাত্র জাবির

jabirইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশি ছাত্র জাবির আবেদিন।
গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৩১তম সমাবর্তনে ‘বেস্ট ওভার অল স্টুডেন্ট অব ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন তিনি।
অনুষ্ঠানে মালয়েশিয়ার পাহাং প্রদেশের রাজা সুলতান হাজি আহমদ শাহ উপস্থিত থেকে এ পুরস্কার দেন।
সংশ্লিষ্টরা জানান, ৯ নভেম্বর জাবিরের হাতে বিশ্ববিদ্যালয়ের ‘বেস্ট স্টুডেন্ট ওভার অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’ পুরস্কার তুলে দেন আইআইইউএম-এর রেক্টর (ভাইস চ্যাঞ্চেলর) প্রফেসর দাতু ড. জালেহা কামারুদ্দিন।
জাবির আবেদিন ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিংয়ে (মেকাট্রোনিক্স) পড়াশোনা করেছেন। তিনি বেস্ট ওভার অল স্টুডেন্ট অ্যাওয়ার্ড অব ইউনিভার্সিটি, বেস্ট স্টুডেন্ট ওভার অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং বেস্ট স্টুডেন্ট ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (মেকাট্রোনিক্স) পুরস্কার অর্জন করেছেন।

মন্তব্যসমূহ