- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বিকাল ৪টায়।
মূল খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জাহানারার দল। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারলেও পরের ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
আয়োজক ভারতসহ বাংলাদেশের গ্রুপ বি-তে বাকি দলগুলো হচ্ছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক জাহানারা আলম। ভারতের বিপক্ষে ভালো ফল আনার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে এবং আমরা খুব আত্মবিশ্বাসী। দল হিসেবে বিশ্বাস করি, এখানে কোনও কিছুই অসম্ভব নয়। জানি যে ভারত প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল। তবে আমরা ভালো ক্রিকেট খেলে ভালো ফল আনতে চাই।’
উল্লেখ্য, এনিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ বিশ্বকাপে আয়োজক হিসেবে সরাসরি খেললেও এবার বাছাই পর্ব পেরিয়েই খেলতে হচ্ছে জাহানারাদের।
মন্তব্যসমূহ