২০১২ এশিয়া কাপের কথা মনে ছিল রিয়াদের



ঢাকা: শেষদিকে দল যখন খানিকটা চাপে ছিল তখন ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা। দু’জনে সকল চাপ সামলে দলকে জয় এনে দিয়েছেন। তাদেরই অবদানে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছ বাংলাদেশ।

এদিন ১৫ বল খেলে ২২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর ৭ বল খেলে ১২ রানে অপরাজিত থাকেন মাশরাফি বিন মুর্তজা।

বুধবার ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালের কথা আমার মনে ছিল। এই জয় আমাদের সেটি ভুলতে সাহায্য করবে। টপ অর্ডারে সৌম্য দারুণ খেলেছে। প্রেসার সবসময় ছিল। আপনাকে জানা প্রয়োজন কখন শান্ত হয়ে খেলতে হবে আর কখন বড় শট খেলতে হবে। শেষদিকে আমি এটি করতে চেষ্টা করেছি যখন আমি বুঝতে পেরেছিলাম আমির ও সামি ১৮তম ও ১৯তম ওভারে বল করবে।

মন্তব্যসমূহ