ওবামার অভিবাসী পরিকল্পনায় মার্ক জাকারবার্গের সমর্থন


pic_119556
রাজপথনিউজ২৪.কম, ডেস্ক : কাগজপত্রহীন কিছু নির্দিষ্ট অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত না পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশকে সমর্থন করে সুপ্রিম কোর্টে এমিকাস ব্রিফ দাখিল করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ৬০ জন টেক নির্বাহী। বর্তমানে এই বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে কেস চলছে।
জাকারবার্গ সহ এই তালিকায় বড় নামগুলোর মধ্যে রয়েছে- লিংকড ইন এর প্রধান নির্বাহী রেইড হফম্যান ও সানফ্রান্সিসকোর তথ্যপ্রযুক্তি বিনিয়োগকারী রন কনওয়ে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ওবামার পরিকল্পনা অনুযায়ী প্রায় পঞ্চাশ লক্ষ কাগজপত্রহীন অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধ কাগজ পাবে।
এই প্রসঙ্গে ফেসবুকে দেয়া একটি পোস্টে জাকারবার্গ বলেন, আমি বিশ্বজুড়ে ভ্রমণের সময় শুনেছি ‘দেয়াল’ তৈরি করে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করা। এবং হোক সেটি শরণার্থী, কাগজপত্রহীন অভিবাসী বা কোনো সংখ্যালঘু গোষ্ঠীদের অপর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমি আশা করবো আমাদের এই জ্ঞানটা আছে যে এগিয়ে যেতে হলে সবাইকে একসঙ্গে নিয়ে যেতে হবে, বিভেদ সৃষ্টি করে নয়।
কাগজপত্রহীন অভিবাসী শিশুদের যুক্তরাষ্ট্রে ঠাই দিতে জোরালো আহ্বান জানিয়ে জাকারবার্গ বলেন, আমরা (মার্কিন যুক্তরাষ্ট্র) অভিবাসীদের জাতি। আমরা একটি বিশ্ব এবং আমরা সবাই সংযুক্ত। আমাদের অবশ্যই এই মানবতা থাকা উচিত যে আমরা এই শিশুদের স্বাগত জানিয়ে সবাইকে এক হওয়ার সুযোগ সৃষ্টি করতে পারি, সুপ্রিম কোর্টকে আমরা আজ সেটাই বলেছি। জাকারবার্গ ২০১৩ সালে প্রতিষ্ঠিত অভিবাসী সংস্কার বিষয়ক লবিস্ট এফডব্লিউডি.ইউএস এর তিন জন প্রতিষ্ঠাতার একজন।

মন্তব্যসমূহ