মা, কাল নতুন জামা পরে কলেজে যাবো

Image result for সোহাগী জাহান তনু
কুমিল্লা : ঘর থেকে বের হয়ার সময় সোহাগী তার মাকে ফেসবুক স্টেটাসে লিখেছিল, ‘মা টেইলারের কাছ থেকে আমার নতুন জামাটা আজ নিয়ে আইসো, আমি কাল নতুন জামা পড়ে কলেজ যাবো।’
সোহগীর বান্ধবী মানুছরা সাথীর ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়। এভাবে স্বপ্ন আর সম্ভাবনাময় একজন শিক্ষার্থীর মৃত্যুতে তার পরিচিত ও ফেসবুক বন্ধুরা জানিয়েছেন প্রতিবাদী মন্তব্য। এরকম কিছু মন্তব্য তুলে বাংলামেইলের পাঠকদের জন্য তুলে দেয়া হলো।
বিশিষ্ট আবৃত্তি সংগঠক কাজী মাহতাব সুমনের স্ট্যাটাস: 
গতকাল সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে আমাদের সন্তানতুল্য সোহাগী জাহান তনু কে। সোহাগী জাহান তনু একজন সংস্কৃতিকর্মী ছিল। নাটক নৃত্য ও আবৃত্তি এই তিন মাধ্যমেই ছিল তার অল্প বিস্তর যাতায়াত। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সে ছিল একজন নিয়মিত সদস্য ও কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অসচ্ছল পরিবারে পিতা-মাতার বোঝা না হয়ে ছাত্র-ছাত্রী পড়িয়ে নিজের খরচ চালাতো প্রাণবন্ত উদ্যমী সোহাগী জাহান তনু। পিতা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাপোষা কর্মচারী! গতকাল বিকেলে ছাত্র পড়াতে বেরিয়েছিল তনু প্রতিদিনের মতই সেনানিবাস এলাকাতেই! রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়। থ্যাতলানো মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর পড়েছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল… মোবাইল ফোনটিও পড়েছিল পাশে…।
এই পোস্টের ছবিটি মারা যাওয়ার দু’দিন আগে শ্রীমঙ্গলের চাবাগানে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বনভোজনে উঠিয়েছিল সোহাগী নামের এই মেয়েটি! আমরা এই পাশবিক খুনের দৃষ্টান্তমূলক বিচার চাই বিচার চাই ………।

ফেসবুক বন্ধু সাইদুল ইসলামের কমেন্ট:
‘এই হত্যা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। পড়াশুনা ছাড়াও সংস্কৃতিক একটি সংঘঠনের সঙ্গে মেয়েটি জড়িত ছিল। এমন একটি মেয়েকে…..গলা কেটে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার বক্তব্য একটাই, শুধু ফেসবুকে বিচার চাই, সমবেদনা, মানববন্ধন মার্কা কথার ঝড় নয়, ঝড় তুলতে হবে সর্বত্র। মনে রাখতে হবে একমাত্র ছাত্র-ছাত্রীরাই বাংলার এই জমিতে বারবার দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদের নৈতিক দাবি বা ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করেছে। কোনো শক্তির কাছে তারা মাথা নত করেনি। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যতো সফল আন্দোলন হয়েছে তার সবগুলোর মূল শক্তি হলো বাংলার ছাত্র-সমাজ।‘
এছাড়া সোহাগীর হত্যার ঘটনায় আরো কমেন্ট :
খায়রুল আলম সোহেল : 

‘আবারো রক্তাক্ত পতাকা, লাঞ্ছিত বাংলাদেশ। বলে দে মা, কোথায় এই বর্বরতার শেষ! কোথায় এই হিস্রংতার শেষ? মাগো, তোমার তারকাঁটার বেষ্টনিও আজ তোমার মেয়ের জন্য নিরাপদ নয়। মাগো, ওরা দরিদ্র তাই শিক্ষিকার চরিত্রেও কালিমা লেপন করা হয়। ওরা বাঁচতে চায়, ওরা লড়তে চায়, ওরা গড়তে চায়, সেটা কি তাদের অপরাধ? আমার বোনটি রাস্তায় বেরুলে হায়েনারা কেন তার দিকে বাড়ায় কালো হাত? এটা নাকি ক্যান্টনমেন্ট সংরক্ষিত এলাকা? এনএসআই, ডিজিএফআই, মিলিটারি পুলিশের নিরাপত্তা চাদরে ঢাকা। তাহলে তনু আজ ধর্ষিত কেন? লাঞ্ছিত কেন? কেন তার চুলের ছেড়া অংশ রাস্তায়? কেন তার লাশের অর্ধেক শরীরে কাপড় নাই? ছি! ছি!! ছি!!! এ লজ্জা আমার, এ লজ্জা এক বাবার, এ লজ্জা এক ভাইয়ের, এ লজ্জা এক পাতাকার, এ লজ্জা এক স্বাধীন বাংলাদেশের।’
মাহবুব হাসান : 
‘বড় কষ্ট হয়। খুব কষ্ট হয়। এই হচ্ছে আমাদের সন্তানদের সুশিক্ষার অভাব। আমি প্রশ্ন রাখতে চাই সেইসব মা-বাবাকে আপনারা সন্তান জন্মই দিলেন নৈতিকতা শিখাইলেন না, আপনারা জন্ম দিলেন কখনো শিখাইলেন না বোনের প্রতি সম্মান প্রদর্শন করা। আপনি জন্মই দিলেন শিখাইলেন না মানুষ আর কুকুরের মাঝে পার্থক্য। কী দরকার এই সন্তান জন্ম দেয়ার যখন দেখছেন আপনার সন্তান কুকুর হয়ে গেছে। তখন তাকে সমাজ দূষণ করার জন্য রাখতে পারেন না তাকে বিষ দিয়ে মেরে ফেলুন। আরে এই সন্তান আপনার কী কাজে লাগবে? সে তো কিছুদিন পর তার আপন বোনকে কিংবা আপন মা’কে ধর্ষণ করবে। তখন কী জবাব দিবেন? কিছুই না। আমার আপন ছোট বোন নেই। তাই থিয়েটার যখন আমরা প্রতিষ্ঠা করি প্রতিটি মেয়েকে আপন বোনের চেয়ে ও বেশি দেখিছি। তনু মাফ করে দিস তোর ভাই কিছুই করতে পারলো না তোর জন্য।
শাখাওয়াত খান :
‘Ami amar pokkho theke tribro ninda janacchi Bangladesher ei kucchit nungra nosto shomajke r akta kotha na bollei noi Bangladesh akhon Bangladesh na eita Pakistan o na Pakistaner cheyao voyangkor hoia india nastike porinito hoia geche ei Bangladesher manus bhai o bonera apnara ekto bujar chesta koren je amader Bangladesh akhon kun abostan dharon korche aaj ak maaer sontan kal ak bhaier bon porsu ak boner bhai ei vabe kore amader Bangladesh rupe rupantor hoiche tai ami bolteci ami chai ei hotta kander distanto mulok sasti r susto bichar r jeno kuno maaer buk kuno bhaier buk kuno babar buk khali na hoi.’
গ্রেট কুমিল্লা :
‘ছবির মেয়েটির নাম সোহাগী জাহান তনু। কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের একজন মেধাবী ছাত্রী ছিল এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিল। গতকাল রাতে পাশের বাড়ি থেকে প্রাইভেট পড়িয়ে আসার সময় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় নির্মমভাবে হত্যা করা হয় তাকে। রাত ১০টায় বাসার একটু দূরে মাথা থেতলানো অবস্থায় লাশ পাওয়া যায়। আমার প্রশ্ন হল সেনানিবাসের মতো এলাকায় কীভাবে খুন হয়? কেন তাকে খুন করলো? কি অপরাধ ছিল? ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশের মাটিতেও সে নিরাপদে থাকতে পারেনি। আজ তনু কে মারলো আরেক দিন আমার বোনকে মারবে। তারপর তোমার বোনকে মারবে। আর কত জনের মায়ের বুক খালি করবে ওরা। আমরা কী প্রতিবাদ করতে জানি না? আমরা নিশ্চয় প্রতিবাদ করবো। সবাই আমরা একসাথে প্রতিবাদ করবো। আমরা তিব্র নিন্দা জানাই। চলে আমরা একসাথে প্রতিবাদ করি।’
আনিছুর রহমান :
‘আমাদের গোয়েন্দা সংস্থা যদি প্রকৃত খুনিদের খুঁজে বের করে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে খুনিদের বা খুনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ নিশ্চিত করতে পারে, তাহলে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি হিসেবে খুনি বা খুনিদের ফাঁসির ব্যবস্থা করতে পারব।’
আমীর বাবুল :
‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি চাই। এসব অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা দূরের কথা, নিরাপত্তা নিশ্চিত করাই সম্ভব হবে না।’
সাজেদুল সেঠ :
হত্যকারীদের দ্রুত সনাক্তকরে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। ভিক্টোরিয়ার ছাত্র-ছাত্রীরা গণজাগরণ জানে। ভিক্টোরিয়ার ইতিহাস তাই বলে। নিশ্চয় সংস্কৃতিক কর্মীরা বসে থাকবে না। ইতিহাস বিভাগের সাবেক ছাত্র হিসেবে এই হত্যার বিচার চায়।
এ.আর.রুহুল :
‘…২১ তারিখ সকালেই শুনতে হলো আমার ভিসিটির ছোট বোন তনু আর বেঁচে নেই। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মানতেই পারছিনা। প্রয়োজন হলে সারাদেশে একসাথে মানববন্ধন করবো, আমরা এই অমানবিক হত্যার বিচার চাই।….আর যারাই এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি।’
নবীনেওয়াজ ভুইয়া প্রিতুল :
‘আমারও একটামাত্র বোন আছে নাম তনু! হয়তো মানুষটার পরিবর্তন, এই তনু হয়ত অন্য কারোর বোন! আমার বোন তনু এর মতো শিকার হবে না তার কি গ্যারান্টি? আর কত? এগুলো শুনতে শুনতে চুল টানতে এখন ইচ্ছে হয়!’
উল্লেখ্য, রোববার রাতে (২০ মার্চ) কুমিল্লা সেনানীবাসের ভেতরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে (১৯) ধর্ষণের পর হত্যা করে। ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত সোহাগী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ছাত্রী এবং একই কলেজের নাট্য সংগঠন ‘ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) সদস্য।
সোহাগী কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেঝো।

মন্তব্যসমূহ