মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন দাওগাঁও ইউনিয়নের দশেরবাজার এলাকায় শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর থেকে ৪ জনকে গ্রেফতার করেছে । এসময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি মোটর সাইকেল , জুয়া খেলার সরঞ্জাম পট ও গুটি উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন, মো: মজিবুর রহমান (৪৫) সাং খাজুলিয়া, মো: রফিকুল ইসলাম খান(২৬) সাং কমলাপুর, আব্দুল বাছেদ (২০) সাং কমলাপুর, মুক্তাগাছা এবং মো: পারভেজ (১৯) সাং শিবগঞ্জ বাজার , ফুলবাড়িয়া ।অভিযান পরিচালনাকারী ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওসি (অপারেশন) মো: আব্দুল কাইয়ুম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে গ্রেফতারকৃতদের মুক্তাগাছার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে ।
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন দাওগাঁও ইউনিয়নের দশেরবাজার এলাকায় শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর থেকে ৪ জনকে গ্রেফতার করেছে । এসময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি মোটর সাইকেল , জুয়া খেলার সরঞ্জাম পট ও গুটি উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন, মো: মজিবুর রহমান (৪৫) সাং খাজুলিয়া, মো: রফিকুল ইসলাম খান(২৬) সাং কমলাপুর, আব্দুল বাছেদ (২০) সাং কমলাপুর, মুক্তাগাছা এবং মো: পারভেজ (১৯) সাং শিবগঞ্জ বাজার , ফুলবাড়িয়া ।অভিযান পরিচালনাকারী ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওসি (অপারেশন) মো: আব্দুল কাইয়ুম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে গ্রেফতারকৃতদের মুক্তাগাছার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে ।
মন্তব্যসমূহ