ভালুকায় অষ্টম শ্রেণির ছাত্র সালমান রহমান রিত্তিককে নির্যাতনের প্রতিবাদ ও আসামী মাসুদকে গ্রেফতারের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট শিার্থীরা। আজ সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিার্থী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রধান করা হয়।
উল্লেখ্য, ১০ মার্চ সন্ধ্যায় উপজেলার মেজরভিটায় অবস্থিত রফিক-রাজু কোচিংয়ের অষ্টম শ্রেণির শিার্থী তানভীরের সাথে অন্যান্য শিার্থীদের সঙ্গে ঝগড়া হয়। পাশে দাঁড়িয়ে থাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র এবং রফিক-রাজু কোচিং সেন্টারের শিার্থী সালমান রহমান রিত্তিক ঝগড়া থামাতে যায়। খবর পেয়ে তানভীরের পিতা মাসুদ রিত্তিককে বেধম মারপিট করে পাশের একটি পিলারের সঙ্গে বেঁধে রাখে। পরে কোচিংয়ের শিকরা এসে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রিত্তিকের মা রুমা আক্তার বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মন্তব্যসমূহ