ঢাকা : রাজধানীর বহুমুখী মৌচাক-মগবাজার ফ্লাইওভারের নির্মাণকাজ চলার সময় ওপর থেকে ফ্লাইওভারের নির্মাণসামগ্রী ভেঙে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এ নির্মম ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম ইমন (৩০)। তিনি ওই ফ্লাইওভারেরই নির্মাণশ্রমিক। প্রতিদিনের মতোই ফ্লাইওভারে নির্মাণকাজ চলছিল। হঠাৎ তার মাথায় ওপর থেকে নির্মাণসামগ্রী পড়ে। ঘটনাস্থলেই ইমনের নির্মম মৃত্যু হয়। ইমনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার বাংলামেইলকে বলেছেন, ‘ওপর থেকে ফ্লাইওভারের নির্মাণসামগ্রী মাথায় পড়ে পথচারী ইমনের মৃত্যু হয়েছে। আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলামেইলকে বলেন, ‘নির্মাণকাজের এক মণ ওজনের একটি রড পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।’
মন্তব্যসমূহ