আবারো আইটেম গান নিয়ে আসছেন লেমিস

আবারো আইটেম গান নিয়ে আসছেন লেমিস


বিনোদন ডেস্ক: আবারো লেমিসের আইটেম গানে মাতবেন শ্রোতারা। বাংলাদেশের অসংখ্য ছবিতে অন্য ধরনের গান গেয়েছেন তিনি। মাঝে সাময়িক বিরতির পর সোহানুর রহমান সোহানের ‘জেদি’ ছবির একটি গান গাইছেন এই শিল্পী।

সুদীপ কুমার দীপের লেখা গানটি হল ‘বাঘিনী ভার্সেস নাগিনী’। সুর দিয়েছেন জাভেদ আহমেদ কিসলু। পর্দায় এই গানের সঙ্গে পারফর্ম করবেন নায়িকা ইশারা আজাদ।

সোহানুর রহমান জানিয়েছেন, আগামী মার্চে এই ছবির শুটিং শুরু হবে। তার আগে গানের রেকর্ডিং হয়ে যাবে। ইশারার চরিত্রের জন্য লেমিসের গলা পারফেক্ট। আর অনেক দিন পর লেমিসের গান দর্শকরা এনজয় করবেন বলেই মনে করছেন পরিচালক।  

মন্তব্যসমূহ