ঢাকা: আদালত অবমাননার অভিযোগে দণ্ডপ্রাপ্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক স্বপদে বহাল থাকবেন কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, এ বিষয়ে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই। মন্ত্রিসভা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আদালত নিয়ে বিরূপ মন্তব্য করার নোটিশের ব্যাখ্যা খারিজ করে আপিল বিভাগ তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমান করেন। অনাদায়ে তাদের সাতদিনের জেল খাটতে হবে।
আদেশের পর ব্রিফিংকালে অ্যাটর্নি জেনারেল বলেন, সংক্ষিপ্ত আদেশের ভিত্তিতে কিছু মন্তব্য করা যাচ্ছে না। পূর্ণাঙ্গ রায়টি হাতে পেলে সুনির্দিষ্ট করে বিষয়গুলো জানানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, মন্ত্রীদেরকেও আদালত ছাড় দেয়নি, সেহেতু সাধারণ মানুষকে বুঝে নিতে হবে আদালত অবমাননার ফল কী হতে পারে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সাত দিনের মধ্যে এই অর্থ ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে দিতে হবে।
মন্তব্যসমূহ