ময়মনসিংহে তনু হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

তনু হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ-মানববন্ধন
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নগরীর চরপাড়া মোড়স্থ টাইম স্কয়ারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, কলেজ শিক্ষার্থীসহ প্রায় ৫ শতাধিক লোক অংশগ্রহণ করে।

এসময় তারা তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। তারা বলেন, আমাদের বোনের জন্য রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো। সকলের মুখে তখন এইটাই স্লোগান- ‘তনু হত্যার বিচার চাই’।

এর আগে সকালে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ফটকের সামনে মানববন্ধন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে তারা দ্রুত তনু হত্যার বিচার দাবিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্যসমূহ