বাংলা মায়ের ছবি শেখ সুমাইয়া সুলতানা

Image result for বাংলা মায়ের ছবি
বাংলা মায়ের ছবি 
শেখ সুমাইয়া সুলতানা 
কোন একদিন মাতৃগর্ভ ছাড়ি
এসেছিলাম এই বাংলা 
মায়ের কোলে,,
সেই থেকে ডুবেছি এই বাংলায়
ডুবেছি এই বাংলার
সবুজ আঁচলে//
পাখি ডাকা ভোর
ক্লান্ত দুপুর,,
রাখালের ঐ বাঁশরীর সুর
চলে যায় সাত সমুদ্দুর//
চৈতালৗতে আগুনের হাওয়ায়
ওড়ে তৃষ্ণার্ত কাক কত,,
আমের শাখায়,জামের শাখায়
বুলবুলি এলো শত শত//
নদৗর ধারে শিমুল গাছে
দেখি শিমুল ফুলের হাসি,,
সরসে মাঠে সরসে ফুল
ফুটিল রাশি রাশি //
প্রভাতে মৃদু শৗতল হাওয়ায়
নয়ন মেলিয়া দেখি,,
কামরাঙা শাখায় দুলিছে
নানা রঙের পাখি//
দখিণা বাতায়নে বসিয়া আছি
শুনি নৗল ভ্রমরার গান,,
এদেশের স্নিগ্ধ কোমল মাটিতে
জুড়াই আমার প্রাণ//
আমার নয়নে ভাসে সদাসর্ব
বাংলা মায়ের ছবি,,
তাইতো আমার মুখে হাসি
আমি যে রূপসৗ বাংলার
এক সাধারণ কবি//

মন্তব্যসমূহ