ত্রিশালে জাতীয় ছাত্র সমাজের আলোচনা সভা ও র‍্যালী

ত্রিশালে জাতীয় ছাত্র সমাজের আলোচনা সভা ও র‍্যালী
এইচ এম মোমিন তালুকদার, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় ছাত্র সমাজের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকাল ৩ঘটিকায় জাতীয় ছাত্র সমাজের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে উপজেলা ছাত্রসমাজের উদ্যোগে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ শোভাযাত্রা বেরহয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরভবনের সামনে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে পৌরমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজ ত্রিশাল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিঃ সুরুজ আলী মন্ডল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন কামাল এবং উদ্বোধন করেন জেলা শাখার আহবায়ক মোঃ সাব্বির হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এড. আব্দুল বারী, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান, ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আঃ মজিদ, আঃ রউফ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, জাতীয় পার্টির পৌর শাখার আহ্বায়ক ফজলুল হক, যুবসংহতি উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল হক, যুগ্ন-আহবায়ক বিপ্লব হাসান, যুবসংহতি পৌর শাখার মালেক চাঁন দেওয়ান (প্রমুখ)। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র সমাজের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আল্ মাসুম রায়হান।

মন্তব্যসমূহ