রংপুর পিবিআই এর অভিযানে গ্রেফতার-৩


রংপুর পিবিআই এর অভিযানে গ্রেফতার-৩
রংপুর পিবিআই এর অভিযানে গ্রেফতার-৩
 রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পৃথক দুটি অভিযান চালিয়ে দুই হত্যা চেষ্ঠা ও এক শ্লীলতাহানি ও নির্যাতনে গর্ভপাত ঘটানোর আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান(২৫) আলী (৩০) ও মমিনুল ইসলাম(৩৩)।
রংপুর পিবিআই অফিস সুত্রে জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের অভিরাম ডাক্তার পাড়া এলাকার মনোয়ারা বেগম বাদি হয়ে একটি হত্যা চেষ্টার অভিযোগে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করেন।
তদন্তে ঘটনার সত্যতা পেয়ে আজ ২ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর পিবিআইয়ের এসআই পংকজ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মিজানুর রহমান(২৫) ও আলী (৩০ কে গ্রেফতার করে আদালতের সোর্পদ করে। আদালত তাদের জেল হাজতে পাঠায়।
অন্য দিকে, জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার ধুমগড়া তিস্তা ব্রিজের নিকট থেকে মমিনুল ইসলাম নামের(৩৩) এক আসামীকে গ্রেফতার করেছে রংপুর পিবিআই।
রংপুর পিবিআই অফিস সুত্রে জানা গেছে, কাউনিয়া থানায় দায়ের করা শ্লীলতাহানি ও নির্যাতনে গর্ভপাত ঘটানোর একটি মামলা আদালত অধিকতর তদন্তের জন্য রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তরের নির্দেশ দেয়।
তদন্তে ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ মার্চ দুপুরে রংপুর পিবিআইয়ের এসআই সামিউল ও সঙ্গীয় ফোর্সসহ আসামী মমিনুল ইসলামকে গ্রেফতার করে। পিবিআই রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, গ্রেফতারকৃত তিন আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ