মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় দু’সন্তানসহ মা নিহত


Image result for লঞ্চ দুর্ঘটনা

মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় মেয়ে-ছেলেসহ এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার মধ্য রাতে ঢাকাগামী সম্রাট-৩ যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ঢাকা থেকে রাঙাবালিগামী জাহিদ-৪ লঞ্চের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মা তাসনিমা বেগম (৪৫), ছেলে হিরন (২২) ও মেয়ে জান্নাত (৭)। এ ঘটনায় ওই পরিবারের আরেক মেয়ে নাসরিন (১৪) গুরুতর আহত হয়েছেন। আহতদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে বলে জানা গেছে।
শনিবার (৫ মার্চ) রাত ১টার দিকে বরগুনা থেকে ঢাকা যাওয়া পথে মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সম্রাট লঞ্চের সুপারভাইজার জাকির হোসেন বলেন, ঢাকা যাওয়ার পথে জাহিদ-৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ আমাদের লঞ্চটিকে ধাক্কা দিলে এর পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাসনিম বেগম ও তার মেয়ে জান্নাত মারা যান। পরে ঢাকা নেওয়ার পথে তার ছেলে হিরনও মারা যান। তাদের মরদেহ ঢাকার মুগদা এলাকায় দেলোয়ার নামে কোনও এক আত্মীয়ের বাসায় নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ