এশিয়া কাপ টি২০ টুর্নামেন্ট সদ্য শেষ হয়েছে । এশিয়া কাপের এবারের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেরা একাদশ সাজিয়েছে ক্রিকইনফো। একাদশে বাংলাদেশ দল থেকেই স্থান করে নিয়েছেন ৪জন। এরা হলেন ওপেনার সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ ও পেসার আল আমিন হোসেন।
এই একাদশের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ভারতীয় দল থেকে রয়েছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও যাসপ্রিত বুমরাহ। পাকিস্তান দল থেকে রয়েছেন শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। আর সংযুক্ত আরব আমিরাত থেকে রয়েছেন আমজাদ জাভেদ।
এক নজরে দেখে নেওয়া যাক একাদশে জায়গা পাওয়াদের পারফরম্যান্স-
এক নজরে দেখে নেওয়া যাক একাদশে জায়গা পাওয়াদের পারফরম্যান্স-
রোহিত শর্মা (১৩৮ রান, গড় ২৭.৬০)
সৌম্য সরকার (৯৪ রান, গড় ১৮.৮০)
বিরাট কোহলি (১৫৩ রান, গড় ৭৬.৫০)
সাব্বির রহমান (১৭৬ রান, গড় ৪৪)
শোয়েব মালিক (১২১ রান, ৬০.৫০)
মাহমুদউল্লাহ (১২১ রান, গড় ১২১)
মহেন্দ্র সিং ধোনি (উইকেট রক্ষক, অধিনায়ক, ৪২ রান, ৬ ক্যাচ ও ১ স্ট্যাম্পিং)
আমজাদ জাভেদ (১২ উইকেট, গড় ১৪.০৮)
মোহাম্মদ আমির (৭ উইকেট, গড় ১১.৫৭)
আল আমিন (১১ উইকেট, গড় ১২.১৮)
যাসপ্রিত বুমরাহ (৬ উইকেট, গড় ১৫.৬৬)
সৌম্য সরকার (৯৪ রান, গড় ১৮.৮০)
বিরাট কোহলি (১৫৩ রান, গড় ৭৬.৫০)
সাব্বির রহমান (১৭৬ রান, গড় ৪৪)
শোয়েব মালিক (১২১ রান, ৬০.৫০)
মাহমুদউল্লাহ (১২১ রান, গড় ১২১)
মহেন্দ্র সিং ধোনি (উইকেট রক্ষক, অধিনায়ক, ৪২ রান, ৬ ক্যাচ ও ১ স্ট্যাম্পিং)
আমজাদ জাভেদ (১২ উইকেট, গড় ১৪.০৮)
মোহাম্মদ আমির (৭ উইকেট, গড় ১১.৫৭)
আল আমিন (১১ উইকেট, গড় ১২.১৮)
যাসপ্রিত বুমরাহ (৬ উইকেট, গড় ১৫.৬৬)
মন্তব্যসমূহ