তাহলে অশ্বিন-বুমরাহর অ্যাকশন নিয়ে প্রশ্ন নয় কেন?’


তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা প্রশ্ন তোলায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। এমন কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকা- নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সাবেক ক্রিকেটাররা প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ভেতরে ভেতরে ফুঁসছেন। তাবে বাংলাদেশের সাধারণ ক্রিকেটপ্রেমীদের মুখে লাগাম দেয়া যায়নি। হাতের কলমও কেউ ধরে রাখতে পারেনি। ফুঁসে উঠেছেন তারা। আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কঠোর সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরাফাত সানির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নমনীয়তা দেখালেও তাসকিনের বিরুদ্ধে কোনো অভিযোগ মেনে নিতে প্রস্তুত নন বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা। তাদের প্রশ্ন একটাই- তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও নবাগত পেসার জসপ্রিত বুমরাহ’র অ্যাকশন নিয়ে কেন প্রশ্ন নয়? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাসকিন, অশ্বিন ও বুমরাহ’র বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করেছেন। সেখানে তারা দেখাতে চেয়েছেন- কার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা উচিৎ। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তাসকিন আহমেদের বোলিং স্ট্রাইকের সন্দেহ হওয়ার মতো কোনো চিহ্ন নেই। কিন্তু অশ্বিন ও বুমরাহ’র বোলিং অ্যাকশন নিয়ে অনেক প্রশ্ন করা যায়। ভারতীয় এই দুই বোলের কনুইয়ের বাঁক অনেক বেশি। সেই তুলনায় তাসকিনের কনুইতে বাক নেই বললেই চলে। ভারতীয় দুই বোলারকে বাদ দিয়ে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠাতেই বরং অবাক বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যায়ের একটি ফেসবুক গ্রুপ আছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আম্পায়ারদের এমন অভিযোগের কঠোর সমালোচনা করছেন। অনেকে ‘শেম আইসিসি’ প্রশ্ন ওঠেনি কেন- তাও জানতে চাইছেন সমর্থকরা।

তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দায়িত্ব পালন করা আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার ও ভারতের সুন্দরম রবি। তাদের অভিযোগের পর ছেড়ে কথা বলেননি বাংলাদেশের কোচ হাথুরুসিংসে। আইসিসির বিরুদ্ধে ক্ষেপে গিয়ে বলেন, ‘আমার বোলারদের নিয়ে তাদের যদি উদ্বেগ থাকে তাহলে তাদের (আইসিসি) কর্মমা- নিয়েও আমার উদ্বেগ আছে। আমার বোলারদের কোনো ভুল আমি দেখছি না। গত এক বছর ধরে আমার এই দুই বোলার আন্তর্জাতিক ক্রিকেটে বল করছে। তাহলে এতদিন এই অভিযোগ ছিল কোথায়?’ তাসকিন-সানির বিরুদ্ধে অভিযোগ ওঠায় ৭ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে তাদের পরীক্ষা দিতে হবে। সেটা ভারতের চেন্নাইয়ে হবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্যসমূহ