জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার

ঢাকা:সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে সর ধরনের জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস তেলের দাম আগামী দু'একদিনের মধ্যেই কমানো হচ্ছে বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই উদ্যোগ চূড়ান্ত রূপ পাবে।
তবে অন্যান্য জ্বালানি তেলের দাম কবে থেকে কতটা কমবে, সে বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত হতে পারে।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।
পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৫/১৬ টাকা পর্যন্ত কমতে পারে। এ বিষয়ে দু'একদিনের মধ্যেই পরিপত্র জারি করা হবে।
তিনি বলেন, সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। এসব তেলের দাম কতটা কমানো হবে এবং তা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নীতিনির্ধারক মহলে কাজ চলছে। মাস খানেকের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।
এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দাম সমন্বয়ের পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

মন্তব্যসমূহ