মানিকগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর বিয়ে বন্ধ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামে আনোয়ারা আক্তার আনু (১১) নামে এক স্কুলশিক্ষার্থীর বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার দুপুরে পুলিশ ওই শিক্ষার্থীর বাড়ি গিয়ে বন্ধ করে দেয় এই বাল্যবিয়ে।
আনু ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং তালুকনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর বর পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার ছনকা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২২)। স্বজন ও স্থানীয়রা জানায়, রিকশা চালিয়ে সংসারের খরচ যোগান আনোয়ার। অভাব-অনটনের সংসারে কিছু দিন ধরে তিনি অল্প বয়সের এই মেয়েকে বিয়ে দেয়ার জন্য ভালো পাত্র খুঁজছিলেন।
এরই মধ্যে দেখাদেখি ও খোঁজ-খবর নিয়ে পছন্দ করে ঢাকায় একটি বাল্ব তৈরি কারখানার শ্রমিক হৃদয়ের সঙ্গে আনুর বিয়ের সিদ্ধান্ত নেন উভয়ের স্বজনরা। সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকাল থেকে কনের বাবার বাড়ি বিয়ের আয়োজন করা হয়। দুপুর আড়াইটার দিকে বর ও যাত্রী কনের বাড়ি এসে মধ্যাহ্নভোজ করছিলেন।
এ সময় পুলিশ এসে প্রমাণাদি দেখে কনের অপ্রাপ্ত বয়স নিশ্চিত হয়ে বিয়ে বন্ধ করতে বলে স্বজনদের। উভয় পরিবারের লোকজন তাতে সম্মত হয়ে এই বিয়ে বন্ধ রাখেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, বর ও কনের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। অপ্রাপ্ত বয়সের এই মেয়েকে তারা বিয়ে দিবেন না বলে মুচলেকা নেয়া হবে।
তারপরও বিয়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

মন্তব্যসমূহ