বিএনপির চেয়ারপারসন নির্বাচনের তফসিল ঘোষণা

বিএনপির চেয়ারপারসন নির্বাচনের তফসিল ঘোষণা
ঢাকা: আসন্ন জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিএনপি।

সোমবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন তফসিল ঘোষণা দেন।

চেয়ারপারসন ও সিনিয়র চেয়ারম্যান নির্বাচন পরিচালনার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রিটার্নিং অফিসার ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নানকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।

জমির উদ্দিন সরকার জানান, আগামী ২ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ৫ মার্চ সকাল ১১টায় নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাছাই করবেন।

এছাড়া ৬ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এবং আগামী ১৯ মার্চ এই দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জমির উদ্দিন সরকার সংবাদ সম্মেলনে আরো জানান, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনি এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন।

এসময় তিনি আশা প্রকাশ করেন, সরকার বিএনপির কাউন্সিলে বাধা হয়ে দাঁড়াবে না। 

কাউন্সিলের ভেন্যু প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যেখানেই ভেন্যু পাবো, সেখানেই সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটিরর সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মান্নান উপস্থিত ছিলেন

মন্তব্যসমূহ