নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় ঢাকার হাতিরঝিল আদলে পার্ক নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদার রত্মা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী জাকির হোসেনকে
গ্রেপ্তারের পর সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী থানায় গেলে উর্ধ্বতনদের তুমুল বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে মেয়র আইভী সাংবাদিকদের বলেন, কোন অপরাধ ছাড়া আমাদের ঠিকাদারদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। ঠিকাদার জাকিরকে কাজ আমি দিয়েছি। মামলা করলে আমার বিরুদ্ধে করেন। গ্রেপ্তার করতে হলে আমাকে করেন। একটি বিশেষ মহলের নির্দেশে মামলা হচ্ছে। সিটি করপোরেশনের উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে। প্রয়োজন হলে আমি সারারাত থানায় থাকবো। সকালে প্রয়োজনে আমাকেও আদালতে চালান করা হোক। নির্দোষ ব্যাক্তিদের থানায় রেখে বাড়ি যাবনা। একের পর এক আমাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। এর আগে আমার ভাই উজ্জল, ভাগ্নে, ঠিকাদার সুফিয়ানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমার অপরাধ আমি ত্বকী হত্যার বিচার চেয়েছি। সেভেন মার্ডারের বিচার চেয়েছি। নাট্যকার চঞ্চল হত্যার বিচার চেয়েছি। এজন্য বিশেষ মহলটি আমার বিরুদ্ধে লেগেছে। ’এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মালেক পিপিএমকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি থানার ভেতর থেকে এক পাও নড়বোনা। কার নির্দেশে এই মামলা হয়েছে সেটা জানতে চাই। কালকে থেকে আর উন্নয়ন কাজ চলবেনা। উন্নয়ন কাজ বন্ধ থাকলে প্রয়োজনে পদত্যাগ করবো। এই শহর শামীম ওসমানের শহর। শামীম ওসমানই থাকুক।
বুধবার দিনগত দেড়টায় আইভী থানার সামনের সড়কে বসে পড়েন। ওই সময়ে তার সঙ্গে থাকা লোকজন সড়কের উপরে অবস্থান করেন।
জানা গেছে, ঢাকার হাতিরঝিলের আদলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে শহরের জিমখানায় লেক ও বিনোদন পার্ক নির্মিত হচ্ছে। এর ঠিকাদারী প্রতিষ্ঠান হলো মেসার্স রত্মা এন্টারপ্রাইজ যার মালিক হলো জাকির হোসেন। গত ২৭ জানুয়ারি রেলওয়ের কয়েকজন কর্মকর্তা লেক ও পার্ক নির্মাণের কাজ বন্ধ করতে গেলে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করে। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় রেলওয়ের কানুনগো (এটা একটি পদের নাম) ইকবাল মাহমুদ বাদি হয়ে নাসিকের ঠিকাদার আবু সুফিয়ানকে প্রধান আসামী করে রত্মা এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনসহ ৭-৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় রেলওয়ে কর্তৃপক্ষ উল্লেখ করে রেলওয়ের জায়গা লিজ না নিয়ে জোরপূর্বক নির্মাণ কাজ করা হচ্ছে। রাত পৌনে ১০ টার দিকে ঠিকাদার জাকিরকে কালিরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, বুধবার সন্ধ্যায় রেলওয়ে কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। মামলার আসামী ঠিকাদার জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টায় সদর মডেল থানায় হাজির হন মেয়র আইভীসহ আওয়ামীলীগ যুবলীগের নেতাকর্মীরা।
মন্তব্যসমূহ