লালমনিরহাটে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায়, ৬ যুবকের কারাদন্ড!


রাহেবুল ইসলাম টিটুল :লালমনিরহাট থেকে :
লালমনিরহাট জেলা সদর উপজেলায় স্কুলছাত্রীকে ইভটিজিং এর দায়ে ছয় যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম এ রায় দেন। রাতেই আসামীদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাচারীপাড়ার আফছার আলীর পুত্র মিনারুল ইসলাম (২৩) ও একই ইউনিয়নের বালাপাড়ার বাসিন্দা নজীর হোসেনের পুত্র দুলাল হোসেন (৩০) ওমর আলীর পুত্র আলম মিয়া (২৪), মোজাম্মেল হকের পুত্র আশরাফুল আলম (২৪), আছর আলীর পুত্র রাশেদুল ইসলাম (২৪), হানিফ আলীর পুত্র হাবিবুর রহমান (২২) বলে জানা গেছে।লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রানা হামিদ (১৬) ও নিরব (২০) রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় মিলিত হয়। এ সময় সেখানে থাকা মিনারুল ইসলাম, দুলাল হোসেন, আলম মিয়া, আশরাফুল আলম, রাশেদুল ইসলাম, হাবিবুর রহমান নামের কয়েকজন যুবক তাদের আটক করে। এবং ওইসময় স্কুলছাত্রীকে অকট্য ভাষায় গালিগালাজ করে। এমনকি ওই ছাত্রীর সাথে থাকা রানা হামিদ ও নিরবকে মারধর করে নগদ টাকা ও মোবাইলফোন কেরে নেয়। এ ছাড়া তাদেরকে পুলিশে দেওয়ার ভয় 

মন্তব্যসমূহ