পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়কে কুপিয়ে হত্যা

Pirojpur photo
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নির্বাচনী সংহিসতায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের নাম সামসুল হক ছট্টু(৩০)। তিনি নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বলে জানা গেছে। সামসুল হক ছট্টু বাড়ি উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নে। এ ঘটনায় জাহাঙ্গির শেখ নামে আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জানা যায়, মঙ্গলবার রাতে শেখ মাটিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যন প্রার্থীর নির্বাচনী প্রচারনা শেষে রাত ৮ টার দিকে সামসুল হক ছট্টু ও বিএনপি কর্মী জাহাঙ্গীর শেখ মোটরসাইকেলে প্রার্থীর বাড়ি যাচ্ছিল। পথে ওতপেতে থাকা প্রতিপক্ষরা লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ২ জনকে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্রেক্সে ও পরে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে তাদেরকে খুলনা নেবার পথে রাত ১২ টার দিকে মারা যায় সামসুল হক ছট্টু।
জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন জানান, রাতে ছট্টু ও জাহাঙ্গীর দলীয় প্রার্থীর প্রচারনা শেষে তার বাড়ি যাওয়ার পথে নৌকার মার্কার সমর্থকরা তাদের কুপিয়ে ফেলে রাখে। তাদের উদ্ধার করে খুলনা নেয়ার পথে ছট্টু মারা যায় । চিকিৎসাধীন জাহাঙ্গির শেখের অবস্থাও আশংকাজনক। তিনি আরো জানান, কয়েকদিন ধরে নৌকা মার্কার কর্মীরা এদের ও অন্য প্রচারনায় অংশনেয়া বিএনপি নেতা কর্মীদের হুমকি দিয়ে আসছে। তারাই এ হত্যাকান্ড ঘটিয়েছে। গত সপ্তাহে এদের হামলায় শেখ মাটিয়া ইউনিয়নে ৫ জন বিএনপি নেতা কর্মী আহত হয়েছে।

মন্তব্যসমূহ