আগামী অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা

আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল-মাল আবদুল মুহিত।
পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি মিলনায়তনে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আমরা বাজেটের আকার ঠিক করার জন্য কাজ করছি। বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে।
মুহিত বলেন, বাজেটের আকার পূর্ববর্তী অর্থবছরগুলোর তুলনায় বড় হতে পারে। কারণ, কয়েকটি বিরাট প্রকল্পের জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত অর্থায়ন এতে যুক্ত হবে। এছাড়া, আসন্ন অর্থবছরে উন্নয়ন প্রকল্পগুলোর জন্য বরাদ্দ বৃদ্ধি করা হবে।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ৭.০ থেকে ৮.০ শতাংশ হ্রাস পেতে পারে। যা ছিল ২.৯৮ লাখ কোটি টাকার বেশী।
মুহিত আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ৭.০ শতাংশের বেশী হবে বলে আশা করছেন।
তিনি বলেন, এ পরিকল্পনা উচ্চাকাঙ্খী মনে হলেও এই লক্ষ্য অর্জনযোগ্য।
ইকোনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং বাংলাদেশ অর্থনৈতিক সমিতি (বিইএ) প্রতিনিধিবৃন্দ এবং অর্থনীতিবিদরা আলোচনায় অংশ নেন। এতে সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এম নজিবুর রহমান অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ