গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত এক যুবককে (৩৫) কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার বিকেলে যশরা ইউনিয়নের আঠারদানা গ্রামের একটি পুকুর পাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ।
জানা যায়, স্থানীয় লোকজন আঠারদানা গ্রামের একটি পুকুর পাড়ে খড় বিছানো স্থানে চাদর দিয়ে ডাকা এক ব্যক্তিকে ঘুমিয়ে খাকতে দেখে। পরে দুপুড় পর্যন্ত ঘুম থেকে না উঠায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে চাদর সরিয়ে মাথায় কুপানো ওই যুবকের খুন হওয়া মরদেহ পড়ে থাকতে দেখে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গফরগাঁও সার্কেলের জ্যেষ্ঠ এএসপি বিলৱাল হোসেন বলেন, লাশের মাথায় একাধিক দায়ের কোপ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা ঘটনাস’লেই এ যুবককে খুন করে ফেলে রাখে। মরদেহের সাথে বৈদ্যুতিক পৱাস ও রেন্স পাওয়া গেছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত এক যুবককে (৩৫) কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার বিকেলে যশরা ইউনিয়নের আঠারদানা গ্রামের একটি পুকুর পাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ।
জানা যায়, স্থানীয় লোকজন আঠারদানা গ্রামের একটি পুকুর পাড়ে খড় বিছানো স্থানে চাদর দিয়ে ডাকা এক ব্যক্তিকে ঘুমিয়ে খাকতে দেখে। পরে দুপুড় পর্যন্ত ঘুম থেকে না উঠায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে চাদর সরিয়ে মাথায় কুপানো ওই যুবকের খুন হওয়া মরদেহ পড়ে থাকতে দেখে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গফরগাঁও সার্কেলের জ্যেষ্ঠ এএসপি বিলৱাল হোসেন বলেন, লাশের মাথায় একাধিক দায়ের কোপ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা ঘটনাস’লেই এ যুবককে খুন করে ফেলে রাখে। মরদেহের সাথে বৈদ্যুতিক পৱাস ও রেন্স পাওয়া গেছে।
মন্তব্যসমূহ