এ ভব -রঙ্গমেলায়
মন তুই আনন্দে মাতিলি,,
হায় রে তোর যৌবনকাল
কোন মধুর রসে ডুবাইলি!!
তোর হৃদয়েতে বাস করিছে
পরের কুমন্ত্রণা,,
মানবের সুখ তোর সহ্য হয় না
এ কি আযব যন্ত্রনা!!
ভুবনে মজিয়া করলি
কতো টাল বাহানা,,
পর -নারৗর ইজ্জত লুটাইলি
হইয়া মাস্তানা//
চোখের লজ্জা সব ছাড়িলি
হইলি বেসামাল,,
তোর এ যৌবন -দুইদিনেরি
রবে না চিরকাল //
তোর দেহে বইছে তাঁজা রক্ত
যা ইচ্ছে তাই করিস,,
অসহায় নারৗকে একা পেয়ে
কতোই না রঙ্গ করিস!!
ও.মন মাটির দেহে কিসের বড়াই?
মজিলি কোন রঙ্গ -রসে?
তোর পাপের বোঝা হইলা ভারি
একবার ভেবে দেখ না বসে!!
লোকের চোখের আড়াল হইয়া
কতো কুকাজ করিস,,
কেহ দেখে না শুধু একজন দেখে
সেটা কি তুই ভাবিস?!
ভবের মায়ায় মত্ত হইয়া
সবই রইলি ভুলে,,
তোর অপকর্মের সকল হিসেব
নিবেন তিনি সুধে -আসলে //
ও.. মন তুই মজিলি
কোন মধুর -রঙ্গ-রসে?!
মন তুই আনন্দে মাতিলি,,
হায় রে তোর যৌবনকাল
কোন মধুর রসে ডুবাইলি!!
তোর হৃদয়েতে বাস করিছে
পরের কুমন্ত্রণা,,
মানবের সুখ তোর সহ্য হয় না
এ কি আযব যন্ত্রনা!!
ভুবনে মজিয়া করলি
কতো টাল বাহানা,,
পর -নারৗর ইজ্জত লুটাইলি
হইয়া মাস্তানা//
চোখের লজ্জা সব ছাড়িলি
হইলি বেসামাল,,
তোর এ যৌবন -দুইদিনেরি
রবে না চিরকাল //
তোর দেহে বইছে তাঁজা রক্ত
যা ইচ্ছে তাই করিস,,
অসহায় নারৗকে একা পেয়ে
কতোই না রঙ্গ করিস!!
ও.মন মাটির দেহে কিসের বড়াই?
মজিলি কোন রঙ্গ -রসে?
তোর পাপের বোঝা হইলা ভারি
একবার ভেবে দেখ না বসে!!
লোকের চোখের আড়াল হইয়া
কতো কুকাজ করিস,,
কেহ দেখে না শুধু একজন দেখে
সেটা কি তুই ভাবিস?!
ভবের মায়ায় মত্ত হইয়া
সবই রইলি ভুলে,,
তোর অপকর্মের সকল হিসেব
নিবেন তিনি সুধে -আসলে //
ও.. মন তুই মজিলি
কোন মধুর -রঙ্গ-রসে?!
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রি।
মন্তব্যসমূহ