এইচ এম মোমিন তালুকদার-ময়মনসিংহ প্রতিনিধিঃ আনন্দ উল্লাস আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনয়িনের ফাতেমা নগর শিশু একাডেমীর ২দিন ব্যাপি অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক উসৎব। গত বুধবার স্থানীয় কালির বাজার নওহেলাল ক্লাব চত্বরে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় একাডেমীর ছাত্র/ছাত্রীরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মাস কে কেন্দ্র করে দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা ভরে স্মরণ করেন ৭১ এর বীর সৈনিকদের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউ.আ.লীগের সভাপতি কফিল উদ্দিন বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা পরিকল্পিত আগামী দিনে এদেশ কে মধ্যম আয়ের দেশে রূপান্তরের পরিকল্পনাকে এগিয়ে নিতে হলে আজকের শিশুদের কে শিক্ষাগ্রহনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে পারদর্শী করে তুলতে হবে তিনি বলেন শিশুদের মেধা বিকাশে সংগীত একটি গুরুত্বপূর্ণ চর্চা, সুস্থ বিনোদন চর্চার মাধ্যমেই বর্তমান প্রজন্মকে আগামী দিনে মেধা ও প্রতিভার অধিকারী করে তুলতে হবে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আসলাম উদ্দিনের সভাপতিতে এবং জনপ্রিয় উপস্থাপক ও স্থানীয় সমাজ সেবক রাশেদুল ইসলাম ছোট্র এবং সহকারী শিক্ষক হুমায়ন আহামেদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কাঠাঁল ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী.কালির বাজার বণিক সমিতির সভাপতি আবুল হোসেন, নওহেলাল ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ করিম, কালির বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সুরুজ। ফাতেমা নগর শিশু একাডেমীর সফল প্রধান শিক্ষক শিক্ষানুরাগী এম.এ করিমের সার্বিক ব্যাবস্থাপনায় ও সহকারী শিক্ষক ফজলুল হক ভূট্রো, আঃ মোতালেব সহ বিদ্যালয়ের সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানদের মাঝে ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নাজমুল হুদা, আ.লীগ নেতা শরিফ আহাম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ও সকল অভিভাবক বৃন্দরা উপস্থিত থেকে সংগীতানুষ্ঠান উপভোগ করেন।
মন্তব্যসমূহ