ভালুকায় জামিরদিয়া ক্রিকেট লীগ’১৬ চ্যাম্পিয়ন গ্লোরি হান্টারর্স

12804769_844342132338485_7143364944966645214_n

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ীর হা-মীম মিলস্ এর সংলগ্ন মাঠে শুক্রবার দুপুর ৩টায় আঞ্চলিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর “জামিরদিয়া ক্রিকেট লীগ-২০১৬”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আর্কষন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
‘জামিরদিয়া ইনোভেটিব সোসাইটি’র আয়োজনে “জামিরদিয়া ক্রিকেট লীগ-২০১৬”র ফাইনাল খেলায় ‘জামিরদিয়া ইনোভেটিব সোসাইটি’র প্রেসিডেন্ট হাজ্বী সালাহ্ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্ভোধক ছিলেন ‘জামিরদিয়া ইনোভেটিব সোসাইটি’র ভাইস প্রেসিডেন্ট মেধাসিড়ি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালনক মোঃ আবু হানিফা প্রধান, বিশেষ অতিথি ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক হাজী মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ খলিলুর রহমান খলিল, তরুন সমাজ সেবক টিসিসি’র প্রেসিডেন্ট হাজী আব্দুর রাজ্জাক ঢালী, হবিরবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল। পুরষ্কার বিতরণ করেন তরুন সমাজ সেবক আব্দুর রাশিদ ঢালী।
“জামিরদিয়া ক্রিকেট লীগ-২০১৬”র ফাইনালে দু’টি দল অংশ গ্রহণ করে  ম্যাস রানার্স গ্লোরি হান্টারর্স। খেলায় প্রথমে গ্লোরি হান্টারর্স প্রথমে বেট করতে নেমে ২২৭ রান সংগ্রহ করে। পরে ম্যাস রানার্স ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান সংগ্রহ করে। খেলায় ১৪২ রানে গ্লোরি হান্টারর্স চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন দলের জন্য পুরষ্কার ছিল নগদ ৫০০০০/- (পঞ্চাশ হাজার) ও ট্রফি এবং রানার্সআপ দল নগদ ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা পুরষ্কার।
Bhaluka 11-3-16
উল্লেখ্য গত ১৪ জানুয়ারী রাত ৮টায় আঞ্চলিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর “জামিরদিয়া ক্রিকেট লীগ-২০১৬”র জমকালো উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় হাজার হাজার দর্শক উৎসুক হয়ে খেলাটি উপভোগ করেন এবং প্রিয় খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের অটোগ্রাফ ও সেলফি সংগ্রহ করেন।

মন্তব্যসমূহ