মাহমুদুল্লাহর বাউন্ডারিতে একসাথে কেঁপে উঠলো পুরো বাংলাদেশ

ঢাকা : বোলিংপ্রান্তে প্রস্তুত পাকিস্তানের আনোয়ার আলী, আর ব্যাট হাতে ক্রিজে টুকটুক আওয়াজ তুলছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লক্ষ্য একটাই বলটাকে উড়িয়ে দেয়া। করলেনও তাই, বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন তিনি। তারপরই ভাঙলো গ্যালারি থেকে রিজার্ভ বেঞ্চের উচ্ছ্বাসের বাঁধ। একসাথে কেঁপে উঠলো গুটা বাংলাদেশ। 
পাঁচ বল বাকি থাকতেই পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী এখন বাংলাদেশ। অবশ্য এশিয়া কাপ ফাইনালটা ভারত বনাম পাকিস্তান হবে বলে যারা স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্নে ধূলো দিল টাইগাররা। 
যদিও ১৯তম ওভারেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ১২ বলে দরকার ছিল ১৮, দুই নো বলের সুবাধে সামি একাই দিলেন ১৫ রান। শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পুরোদেশে গর্জনই তুললেন রিয়াদ। ২২ রান করে অপরাজিত থাকলেন তিনি।
তবে জয়ের অন্যতম নায়ক ক্যাপ্টেন মাশরাফি। কারণ সৌম্যের ব্যাটে সহজ জয়ই প্রত্যাশা করেছিল বাংলাদেশ। কিন্তু তার বিদায়ের পর আবারো শঙ্কা। আশা জাগলো সাকিব-রিয়াদের ব্যাটে। আমিরের বলে বোল্ড হয়ে ফিরলেন সাকিব। পেন্ডুলামের মতো দুলছে তখন ম্যাচ। শেষ অবধি মাঠে নেমেই মাশরাফির দুই বলে দুই চার, ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়। 
টাইগার ব্যাটসম্যানদের হাতে মার খেলেন পাকিস্তানের প্রায় সব বোলাররাই। ৪৮ রান করে আউট হওয়ার আগে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে পাঁচটি চার ও একটি ছয়। বল হাতে পাকিস্তানকে বেগ দিয়েছেন আল আমিন হোসেন। আর ব্যাট হাতে পাকিস্তান বোলারদের বাড়ি পাঠালেন সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মাশরাফি।

মন্তব্যসমূহ